প্রবাসী অধিকার পরিষদ ওমানের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ , ডিসেম্বর ২১, ২০২০

ওমান প্রতিনিধিঃ ওমানের রাজধানী মাস্কাট এর রিসিল পার্কে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,ওমানের সংবর্ধনা অনুষ্ঠান ও পরিচিতি সভা।

সমন্বয়ক প্রকৌশলী আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আল মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নব নির্বাচিত কমিটির সহ প্রচার এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক আতিক খান।

প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আল মাসুম অভিনন্দন জানান সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন, সাধারন সম্পাদক বিপ্লব পোদ্দার সহ কেন্দ্রীয় কমিটির ১০১ সদস্যের দায়িত্বশীল সবাইকে। এছাড়া তিনি আরো বলেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে অঙ্গীকার বদ্ধ বর্তমান কমিটি, নতুন দায়িত্বকে সঠিকভাবে পালনে সবার সহযোগীতা কামনা করেন।

সংক্ষিপ্ত বক্তৃতায় মাস্কাট সমন্বয়ক প্রকৌশলী আলী আশরাফ নবগঠিত কেন্দ্রীয় কমিটির সফলতা কামনা করেন এবং প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন বলেও মন্তব্য করেন। সভাপতির বক্তব্যে প্রকৌশলী আলী আশরাফ বর্তমান সময়ে টিকিটের উর্ধ্বগতির তীব্র সমালোচনা করেন এবং কোনরকম কালক্ষেপণ ছাড়াই যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

কেন্দ্রীয় কমিটির প্রচার এবং প্রকাশনা সম্পাদক আতিক খান তার বক্তৃতায় ওমান প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওমানের পরামর্শকের দায়িত্বে থাকা এইচ আর মাহমুদ, রাকিবুল ইসলাম, সালাউদ্দিন,মাসুদ,জামাল উদদীন, রহমত আলী,হোসেইন আহমেদ, আব্দুল লতিফ সুমন উদ্দিন প্রমূখ।

Loading