বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০২ পূর্বাহ্ন
আজহার মাহমুদ
—————–
স্বাধনি দেশের স্বাধনি মানুষ
গর্ব মোদের বেশ,
লাখো শহিদের রক্ত দিয়ে
কিনেছি বাংলাদেশ।
স্বাধীন দেশ পেতে মোরা
হারিয়েছি জাতির পিতা,
পিতা হারানোর স্মৃতিটুকু
দেয় এখনও ব্যথা।
জাতির পিতার অবদান
ভুলে যেও না কভু,
ভুলে গেলে ক্ষমা করবে না
তোমার আমার প্রভু।
লেখক: আজহার মাহমুদ
প্রাবন্ধিক ও ছড়াকার