মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৬ পূর্বাহ্ন
হুসাইন মোঃ আরমান,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও -৩(পীরগঞ্জ, রাণীশংকৈল) এর নৌকার মনোনয়ন পেপার উত্তোলন ও জমা করেছেন গরিবের বন্ধু, লাখো জনতার প্রাণের আস্হাভাজন,সকলের নয়নের মনি,নৌকার কান্ডারি রবিউল ইসলাম রবি।গত রবিবার ধানমন্ডি সভানেত্রীর কার্যালয়ে হাজার হাজার জনতার ঢলকে সাথে নিয়ে নোমিনেশন পেপার তুলতে যান গরিবের বন্ধু রবিউল ইসলাম রবি।এসময় হাজার হাজার জনতার মুখে একটাই স্লোগান ঠাকুরগাঁও-৩ এ নৌকা চাই,রবি ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। ঠাকুরগাঁও-৩ আসনটি গত কয়েকবার মহাজোটের আসন থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটি নৌকার প্রার্থী দাবি পীরগঞ্জ-রাণীশংকৈল বাসীর।তাঁদের দাবি নৌকা প্রতীক দিলে বিপুল ভোটে আসনটি জয়লাভ করবে।আসনটিতে আওয়ামীলীগের অন্যান্য নেতৃবিন্দরা নোমিনেশন তুললেও লাখো মানুষ রবিউল ইসলাম রবিকে যোগ্য প্রার্থী বলে মনে করেন। গতকাল গণভবন থেকে বিশেষ এক দূতের মাধ্যমে জানা যায়,ঠাকুরগাঁও-৩ আসনে রবির নৌকা প্রতীকে মনোনয়ন কনফার্ম। এখন শুধু নেত্রীর মুখ থেকে সরাসরি ঘোষণার অপেক্ষায় রবি।নেত্রীর মুখ থেকে ঘোষণা দিলেই নির্বাচনী প্রচারনায় নৌকা প্রতীকে নির্বিচন করে বিপুল ভোটে জয়লাভ করবে রবি।
রবিউল ইসলাম রবি গত দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ছিলেন।কিন্তু দলীয় হাইকমান্ডের নির্দেশে তিনি তা প্রত্যাহার করেন।তবে এবারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রবিউল ইসলাম রবির গ্রহনযোগ্যতা তৃণমূল পর্যায়ে ব্যাপক আলোচনা হচ্ছে।লাখো মানুষের মনিকোঠায় রবি যেন এক সূর্যের দীপ্তিমান। তাই পীরগঞ্জ -রাণীশংকৈল বাসীর দাবি ঠাকুরগাঁও-৩ আসনে রবিকে এমপি হিসেবে চাই,বিপদে আপদে সবসময় তাদের পাশে চাই। রবিউল ইসলাম রবি এক বিশেষ সাক্ষাতকারে বলেন,আমার মনোনয়ন কনফার্ম। রাণীশংকৈল -পীরগঞ্জ বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন- আশা পূরন হতে যাচ্ছে, নৌকার প্রতীক আসছে ঠাকুরগাঁও-৩ এ।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়ে জননেত্রীর হাতকে হাতকে শক্তিশালী করবেন বলে রবি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজ ৭১ অনলাইনে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন