বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৭ অপরাহ্ন
সুকুমার দাস (বাবু), পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার ধামোড় ইউনিয়নে আজ শনিবার ১৭/১১/২০১৮ ইং তারিখ ,সকাল ৮টার সময় সরকার পাড়া ইক্ষু সেন্টারের পাশে স্থানীয় জনতারা ভারতীয় গরু ও পিকআপ সহ ৪ জনকে আটক করে পঞ্চগড় সদর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ ভাবে ভারতীয় চুরি যাওয়া গরু বাংলাদেশে পিকআপে আনার সময় স্থানীয় জনতারা আটক করে। ঘটনাস্থলে এস,আই মোঃ জাহিদ ও এস,আই দিল মোহম্মদ সঙ্গীও ফোজদের নিয়ে ঘটনাস্থল থেকে ২টি ভারতীয় গরু ও পিকআপ জব্দ করে। ভারতীয় ২টি গরুর মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। পিকআপের রেজিঃ নং- ঢাকা মেট্রো ন – ১৮-১২৪৩। চোরা চালানকারীরা হলেন, ১। মো: রফিজউদ্দীন (৪৮), পিতা-মৃত: গফির উদ্দীন, সাং- সোনা পাতিলা, ২। মো: বাঁধন (২৫), পিতা- মো: জাহিদুল ইসলাম, সাং- সোনা পাতিলা উভয়ের ইউনিয়ন ধামোড়, ৩। মো: মশিউর রহমান (৩৮), পিতা- মো: নুরুল ইসলাম, সাং- সুখান পুকুর, থানা- পিরগাছা, জেলা: রংপুর, ৪। মো: ফরিদ (৪৮), পিতা- মৃত: আব্দুল মোহম্মদ, সাং- বকশি পাড়া তিন্নই হাট, থানা: তেঁতুলিয়া। এরা দীর্ঘদিন ধরে ভারতীয় গরু চোরা-চালানের সাথে জড়িত থাকায় সদর থানার এস,আই জাহিদ মামলার বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। সদর থানার তদন্ত অফিসার বলেন, অবৈধ ভাবে কোন ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে।
নিউজ ৭১ অনলাইনে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন