মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৩ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি।।
আমতলী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাহজাদা আকন দ্বিতীয় বারের মত এ বছর সর্বোচ্চ আয় কর প্রদান করায় তিনি বরগুনা জেলায় সেরা তরুন করদাতা নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ১০টায় জাতীয় রাজস্ব বোর্ড বরিশাল কর অঞ্চলের আয়োজনে হোটেল গ্রান্ড পার্কে এ উপলক্ষে এক সম্মানানা ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য অরিফা শাহানার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: মাহফুজুর রহমান, বরিশাল অঞ্চলের কর কমিশনার মকবুল হোসেন ও অতিরিক্ত কর কমিশনার মো: আবুল বাশার প্রমুখ। সভা শেষে বরগুনা জেলায় শ্রেষ্ঠ তরুন করদাতা মো: রেজাউল করিম শাহজাদা আকনের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামচন্দ্র দাস।