বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৫ অপরাহ্ন
মেহেদী হাসান টাঙ্গাইল :
টাঙ্গাইল শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা পুরস্কার বিতরণ, সেরা মা, দাতা সম্মাননা, ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর শনিবার দুপুরে বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুন্নাহার, মেরিনা আক্তার, লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তসলিমা জাহান, টাঙ্গাইল পৌরসভার সচিব শাহনেওয়াজ পারভীন, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সামছুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা খালেদা খান, আফরোজা আক্তার। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।