মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৫ পূর্বাহ্ন
জিয়াউল হক,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ত্রি-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়ন মুক্তিযোদ্ধা অফিসে মনাকষা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা আঃ রশিদের সভাপতিত্বে ও কুরবান আলীর সঞ্চালনায় মনাকষা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক সোহেল আহমেদ পাপ্পু,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী শাহিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা আঃ লতিব,মুক্তিযোদ্ধা সদরুল আমিন,মনাকষা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক প্রমুখ।
সম্মেলনে কুরবান আলিকে সভাপতি, মোঃ মাসুম রেজা সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট মনাকষা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে
বঙ্গবন্ধুর ডাকে ৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যেভাবে নিঃস্বার্থ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তেমনি আজ মুক্তিযোদ্ধার সন্তানেরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যাক্ত করেন।