মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৮ পূর্বাহ্ন
সরদার মুহাম্মদ আরিফ
কৃষ্ণপক্ষের শেষ রাতে পৃথিবী যখন ঘুমে কাতর,
আমি গুণি হৃদকাটার স্পন্দিত তাল।
সে তালে শালিক নাচে, টিয়া গায়, সবুজের পাতা
হেলে-দুলে তার তালেই তাল মিলায়।
আমার চোখ ক্রমশ আনন্দতালে উন্মত্ত হতে গিয়েও
থেমে যায় কবিতার ব্যঞ্জনায়।
বাতাস জুড়ে দিপাবলির কল্লোল
আর গণতন্ত্রের হত্যাযজ্ঞ।
আমি সেদিকে প্রাণ ফিরাবার কসরত খুঁজে পাইনা।
তোমার নূপুর পরা পায়ের আওয়াজ
আমার গায়ের লোমকে আরো রোষারক্ত করে
তুলতে তুলতে হৃদয়ের তালে তাল মিশে যায়।
ঘড়ির তখনোও বুঝে উঠতে ঢের বাকি।
আমি কর্ণকে শ্রবণের মাত্রাবৃত্তে
ছয় তিনের চাল চালতে লাগলাম।
ষষ্টক ও অষ্টকের গাঁ ঘেষে চরণপদ যখন
নিমিত্তে ঠেকলো, ঢং ঢং আওয়াজ আর
চোখের সোপান নড়লো তোমার রাতের শুক্লপক্ষের প্রাণ হয়ে।
প্রণামের ডালা সাজিয়ে তোমায় করলাম অভিবাদ।
শুভ হোক তোমার বাকি অমাবস্যার শেষ রাত্রি।
সুখ বিলাও শুক্লপক্ষের চাঁদের গায়ে।