বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৬ অপরাহ্ন
★বহুমাত্রিক বদলেছো তুমি★
-শাহীন চৌধুরী ডলি
কথা দিয়েছ আসবে
আমায় নিয়ে পুলকে ভাসবে
হয়তো আসবে হয়তোবা আসবে না,
যদি এসে যাও সোহরাওয়ার্দী উদ্যানে
বইমেলা চত্বরে
বাংলা একাডেমি সংলগ্ন পুকুরপাড়ে।
বৈকালিক সুশীতল নরম আলোয়
গেরুয়া গাঁদার বাগানে
তোমার মায়াময় তীর্যক ছায়া পড়বে,
মেলাময় হাঁটবে কঙ্কনপরা সুবর্ণ কিন্নরীরা
শাড়ির আঁচল ধূলোয় লুটিয়ে
গল্প জুড়বে তারা,
তাদের দুরন্ত হাসির চকমকি বিচ্ছুরণে
আগন্তুক তুমি বিহ্বলিত হবে।
আমার দিকে ফিরেও তাকাবে না
পুরাতনী এই আমি
অবোধ শিশুর মতন ন্যাওটা হবো
বেড়ালের মতন গা ঘেঁষে
ম্যাঁও ম্যাঁও করবো
লাল কৃষ্ণচূড়া লজ্জায় রাঙা হবে
রাধাচূড়া চিরল পাতায় মুখ লুকোবে।
নীড়ে ফেরা পাখপাখালি গুনগুন করে
আমার বেহেয়াপনা নিয়ে
আলোচনায় মত্ত রবে,
বিশ্বাস করো তোমার নিরবতায়
অসাড় হয়ে
আমি ভ্রুক্ষেপহীন রবো।
কপোল গড়িয়ে পড়া জলাঙ্গী মুছে নিতে
পকেট হাতড়ে টিস্যু এগিয়ে দেবে দুরাশায়
নিষ্পলক ক্ষণ গুনবো।
হা হা হা হা বড্ডরকম বোকামি
আশার চারণভূমিতে গুড়েবালি
সবই কল্পনাপ্রসূত মস্তিষ্কের ভাবনাবলি।
পুরাতনী হতেই আমি
কথা না রাখার অভ্যাস রপ্ত করেছ তুমি
কাজের চাপ অজুহাতে আসবে না
হাঁটতে গিয়ে পড়তে গেলে
প্রসারিত হস্তে আমায় বাঁধবে না।
প্রতিক্ষণ তোমার প্রতিটি কথা
আমাকে জানায় স্বীয় পঞ্চেন্দ্রিয়
ইথারে ইথারে ভাসে
তোমার ব্যস্ততার ফিরিস্তি
সঞ্চিতা রঞ্জিতা তামান্না তানজিলায়
মগ্ন থাকো শুনি।
ফেলে আসা হিসেবে দ্বীধায় ভুগি
এবার কি আসবে নাকি আসবে না
বিগত ইতিহাস মুছে দিয়ে
যদি লিখো নতুন ইতিহাস
তুমি আসবে সাক্ষাতে আমার
একথা ইতস্তত বলতে পারি।
শুনেছি মানুষ ভালোবাসা পেলে বদলায়
তোমাকে প্রথম বদলেছিলো
আমার ভালোবাসা
পেতে পেতে এতোটা বদলেছো যে
আমাকে সেভাবে মনেই রাখোনি,
তারপর তারও পর
বহু কিন্নরীর বহুধা ভালোবাসা পেয়ে
বহুমাত্রিক বদলেছো তুমি।