মনোহরদীতে ক্ষুধার্ত বানরের দল লোকালয়ে

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ , জুলাই ২৫, ২০২০

সারোয়ার জাহান আরিফ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউপির কয়েকটি গ্রামে বসবাসরত সহস্রাধিক বানরের মাঝে খাবারের সংকট দেখা দিয়েছে। বনের ভেতর খাবার না পেয়ে লোকালয়ে এসে ভিড় করছে বানরের দল। করোনার এ সংকটময় মুহূর্তে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে ওই এলাকার বানরের জন্য কোনো প্রকার খাবারের ব্যবস্থা হয়নি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বানরগুলো খাবারের অপেক্ষায় থাকে, স্থানীয়দের ও বিভিন্ন এলাকা থেকে দেখতে আসা লোকজনের সামান্য কিছু খাবারে কোনো রকমে বেঁচে আছে তারা। অনেক আগে থেকেই মনোহরদীর সর্ব উত্তরে রামপুর জায়গাটি ব্যবসা-বাণিজ্যের জন্য প্রসিদ্ধ এলাকা। সেখানে রয়েছে অনেক পুরাতন একটি বাজার, একটি সোনালী ব্যাংক ও পুলিশ ফাঁড়ি। কথিত আছে, আড়িয়াল খাঁ নদের তীরবর্তী এ বাজারে নিয়মিত অবাধ বিচরণ ছিল ব্যবসায়ীদের। প্রায় ২০০ বছর আগে এ বাজারে মানুষের পাশাপাশি আস্তানা গড়ে তোলে বন্যপ্রাণী বানর। দীর্ঘদিন ধরে বাজারের দোকান থেকে তাদের খাবারের সংস্থান হয়ে আসছিল। সম্প্রতি করোনাভাইরাস রোধে লকডাউনে দোকানপাট বন্ধ থাকায় চরম খাদ্য সংকটে পড়েছে এখানকার সহস্রাধিক বানর। যতই দিন যাচ্ছে খাবারের অভাবে অভুক্ত বানরের কান্না যেন ততই বাড়ছে। করোনাভাইরাস আতঙ্কে শূন্য বাজারে কাউকে এগিয়ে আসতে দেখলেই খাবারের আশায় ক্ষুধার্ত বানরগুলো নির্বাক চোখে তাকিয়ে থাকে।

Loading