 | রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি |
নওগাঁ প্রতিনিধি: তাদের রক্তে মুক্ত স্বদেশ শিরোনামে একুশে পরিষদ নওগাঁর আয়োজনে আজ ১৬ (নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হলো মাধ্যমিক স্কুল পর্যায়ে ছাত্রদের মধ্যে ১৯৭১ সালের পাকবাহিনী নির্মম অত্যাচারের ওপর গণহত্যার স্বরচিত কাহিনী উপস্থাপনা প্রতিযোগিতা।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হারুন-অর-রশীদ, জেলা প্রশাসক, নওগাাঁ সংগঠনের পতাকা উত্তোলন করেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাড. ডি এম আব্দুল বারী ।
পরে বেলুন উড়িয়ে প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্ধোন ঘোষনা করেন।
এসময় শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পরে একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাড. ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি হারুন-অর-রশীদ, জেলা প্রশাসক , নওগাঁ, বিশেষ অতিথি প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, বিপিএম , পুলিশ সুপার নওগাঁ, সাবেক সাংসদ ওহিদুর রহমান, একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা ওহিদুর রহমান, কবি আতাউল হক সিদ্দিকী প্রমুখ। প্রতিযোগিতায় ২৪টি বিদ্যালয় অংশ গ্রহণ করেন।
চুড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকার করে শালুকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মোছা. তানজিম আক্তার বন্যা, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে মরছুলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির জাফিরা হক, বোয়ালিয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির লিমন বাদশা। স্কুল পর্যায়ের প্রথম , দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী মোট ৮৩ জনকে পুরস্কৃত করা হয়।
এসময় জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সহ সাংস্কৃতিক সম্পাদক বিপুল কুমার নেতৃত্বে সুর নন্দন সঙ্গীত বিদ্যালয়ের ছাত্ররা । অনুষ্ঠানটি সঞ্চলনা করেন একুশে পরিষদ নওগাঁর সহ-সভাপতি রফিকুদ্দৌলা রাব্বি এবং দপ্ত সম্পাদক খন্দকার হাসেম আলী রঞ্জু।
16.11.2019 | 06:45 PM | সর্বমোট ৩৩৭ বার পঠিত