 | নাজমুল ইসলাম, জৈন্তাপুর ব্যাুরো |
জৈন্তাপুরে রাস্তা পারাপারের সময় মনিং বার্ডস কিন্ডার গার্টেনের মেধাবী ছাত্র বাধন অটো রিক্সার চাপায় নিহত। সে জৈন্তাপুর বাজারের ব্যাবসায়ী মোঃজাহাঙ্গীর অালম (রিংকু) মিয়ার ছেলে মনিং বার্ডস কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র মোঃ বাধন অাহমদ গত ২০ অক্টোবর দুপর ২ঘটিকার সময় জৈন্তাপুর বাজার মসজিদ সংলগ্ন রাস্তা পারাপারের সময় বেপরোয়া বেটারী চালিত রিক্সা চালানোর কারণে রাস্তা পারি দিতে গিয়ে তার মাথার উপর দিয়ে রিক্সার চাকা তুলে দেয় রিক্সা চালক। সাথে সাথে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক সিলেট ওসমানী হাসপালে রেফার করে দেন। পরবর্তীতে ওসমানী হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতালে ২দিন থাকার পর ২২ অক্টোবর বিকেলে সে মারা যায়। ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।
উলেখ্য জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনর্চাজ থানায় যোগদান করার পর এ সব অবৈধ বেটারী চালিত রিক্সা বন্ধকরে দিলে অজ্ঞাত কারনে এ সব বেটারী চালিত রিক্সা আবার বীর দাপটে রাস্তায় নেমে পড়ে। বর্তমানে এ নিয়ে সাধারন মানুষের মাঝে নানা সমালোচনা চলছে।
বাধনের জানাযার নামাজ অাগামী কাল সকাল ১১ঘটিকার সময় নিজপাট যশপুর মসজিদ সংলগ্ন শাহী ঈদগাহ মাঠে অনুষ্টিত হবে
23.10.2019 | 12:52 AM | সর্বমোট ৪৫৩ বার পঠিত