 | নিউজ রুম এডিটর, নিউজ৭১অনলাইন |
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা :
চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদ সহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় গ্রেফতারকৃতদেও কাছ থকে ৪০ পিচ ইয়াবা ও ২০ লিটার পাহাড়ি বাংলা মদ উদ্ধার করেছে। গত শুক্রবার (১২জানুয়ারি) শুক্রবার রাতে উপজেলা সদর ও আমুচিয়া ইউনিয়নে এ অভিযান চালায় পুলিশ।
থানা সূত্রে জানা যায়, থানার এএসআই মনিতোষ চাকমা শুক্রবার রাত ৮টার দিকে সন্দেহজনক ভাবে উপজেলা সদরে ঘোরাফেরার সময় আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের বৈদ্য পাড়ার দীলিপ বড়–য়ার ছেলে বাবলু বড়–য়া (২০)কে ৪০ পিচ ইয়াবাসহ কে আটক করা হয়। এদিকে থানার এএসআই ইকবাল হোসেন একই দিন রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা আমুচিয়ায় অভিযান চালিয়ে অটোরিক্সা করে মদ পাচারের সময় ধোরলা গ্রামের আবদুল নবীর ছেলে মো.ফারুক (৩২) প্রকাশ লাল ফারুককে আটক করা হয়। এ সময় অটোরিক্সাও জব্দ করা হয়। প্রতিদিন বোয়ালখালীতে লাখ লাখ টাকার পাহাড়ি বাংলা মদ ও ইয়াবা ঢুকলেও নতুন বছরে এটিই হচ্ছে ১ম ঘটনা।
বোয়ালখালী থানার অফিসার ইনর্চাজ হিমাংশু কুমার দাশ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে ও শনিবার বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
13.01.2018 | 07:26 PM | সর্বমোট ১৯০ বার পঠিত