 | ঢাকা অফিস |
মোঃ আমির হোসেন(লিটন),সেনবাগ প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগের নবীপুরে দীর্ঘ ২৫ বছর পরে ভূমি অফিসের কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করল ভ্রাম্যমান আদালত।
বুধবার(২০ নভেম্বর) সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের কুতুবেরহাট বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি টয়লেট বুলড্রেজার দিয়ে গুড়িয়ে দিয়ে উদ্ধার করা হয় ভূমি অফিসের ১ কোটি টাকা মূল্যের ২১ শতক ভূমি।
উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম মজুমদার ও সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উল্যা বিএসসি ও সেনবাগ থানার বিপুল সংখ্যক পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম মজুমদার গনমাধ্যমকে জানান,জেলা প্রশাসকের সার্বিক তত্বাবধানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
21.11.2019 | 09:35 PM | সর্বমোট ৩১০ বার পঠিত