![]() | আতিকুর রহমান আতিক জেলা প্রতিনিধি,গাইবান্ধা |
ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতির উদ্দ্যেগে গাইবান্ধায় ত্রান বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ আগষ্ট) শহরের পুর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক দুস্থ পরিবারের মাঝে চাল,ডাল,তেল,লবন ও কয়েল ত্রান হিসেবে বিতরন করেন সাংবাদিক নেতারা।
গাইবান্ধার জেলা প্রশাসক আবদুল মতিন এই ত্রান বিতরন কার্যক্রম উদ্ধোধন করেন।এসময় উপস্থিত ছিলেন,রংপুর বিভাগ সাংবাদিক সমিতির নেতা ও ত্রাণ কমিটির আহবায়ক মোকছুদার রহমান মাকসুদ, মতলু মল্লিক,গাওসুল আজম বিপু,আমিরুল মোমেনিন সাগর,রেজাউল করিম,শাফিউল আল এমরান।
এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাসস) এর জেলা প্রতিনিধি ও গাইবান্ধা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরকার মো.শহিদুজ্জামান,বিটিভি'র গাইবান্ধা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন,আনন্দ টিভি'র গাইবান্ধার স্টাফ রিপোর্টার মিলন খন্দকার,এসএ টিভি'র গাইবান্ধা প্রতিনিধি কায়ছার প্লাবন,চ্যানেল এস এর প্রতিনিধি জাভেদ হোসেন,সিএনএন বাংলা টিভি'র স্টাফ রির্পোটার ফারহান শেখ সহ অন্যান্যরা ।
14.08.2019 | 07:02 PM | সর্বমোট ৩২২ বার পঠিত
13.12.2019 | 01:46 PM
12.12.2019 | 01:10 PM
09.12.2019 | 11:15 PM
05.12.2019 | 06:49 AM
13.12.2019 | 01:20 PM